চব্বিশের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, গুলি চালানো পুলিশ সদস্য ও কমান্ড কর্তৃপক্ষকে দায়ী করে সাক্ষী হিসেবে চাঞ্চল্যকর জবানবন্দি দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জবানবন্দিতে আসিফ মাহমুদ বলেছেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে আমার সামনেই পুলিশের গুলিতে দুজন শহীদ হয়েছেন। শতাধিক লোক আহত হয়েছেন। আমি তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী হিসেবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রথমদিনের জবানবন্দিতে এ তথ্য জানান আসিফ মাহমুদ। প্রথমদিনের জবানবন্দি শেষে আদালত পরবর্তী জবানবন্দির জন্য আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিন ঠিক করেছেন। আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি...