পুরান ঢাকার বাহ্যিক রূপ বদলে গেলেও ঐতিহ্যের ছাপ এখনো স্পষ্ট প্রতিটি গলি ও মহল্লায়। ঠিক সেই পুরান ঢাকার গল্পকেই পর্দায় তুলে আনছেন জনপ্রিয় নাট্যনির্মাতা ফরিদুল হাসান। তার পরিচালনায় নির্মিত হচ্ছে তারকাবহুল ধারাবাহিক নাটক ‘মহল্লা’। ইতোমধ্যে পুরান ঢাকা, সদরঘাট, উত্তরা ও ফার্মগেটসহ বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। বিদ্যুৎ রায়ের রচনায় নির্মিত এই নাটকটি আগামী ১ নভেম্বর থেকে বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভিতে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। এই ধারাবাহিকের বিশেষ একটি চরিত্রে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা আইরিন সুলতানা। এতে তিনি ‘মধু’ নামের এক নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে, মধুকে পুরান ঢাকার এক মহল্লায় ঘুড়ি উৎসবে পারফর্ম করার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর একের পর এক ঘটতে থাকে চমকপ্রদ ও নাটকীয় সব ঘটনা। ফরিদুল হাসান বলেন, ‘এটি মহল্লার ভালো-মন্দ,...