নিহতরা হলেন—তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়ার রফিকুল ইসলামের ছেলে জনি (১০), মেয়ে তুবা খাতুন (৮ মাস) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন (৫২)।আহতরা হলেন—রফিকুল ইসলামের স্ত্রী জান্নাতি বেগম (৩৫), মেয়ে মালিশা (৭) এবং অটোচালক মুকুল হোসেন (৪৪), তিনি আব্দুল হালিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। পুলিশ জানায়, সকাল ১০টার দিকে গরু বোঝাই একটি ভটভটি বেপরোয়া গতিতে নওঁগা হাটের দিকে যাচ্ছিল। পথে এটি যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হাইফোত হোসেন ও শিশু জনি নিহত হয়। আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু তুবাকেও মৃত ঘোষণা করেন। তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাজেদুর রহমান জানান,...