বাংলাদেশে ব্যাংকিং খাতে ‘রেজল্যুশন’ প্রক্রিয়ার সূচনা হতে যাচ্ছে। দেশের পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামি ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫’-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি—এই পাঁচটি ব্যাংককে মার্জার বা একীভূতকরণের মাধ্যমে নতুন একটি ব্যাংকে রূপান্তরের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আইসিবি ইসলামী ব্যাংক পিএলসি এই প্রক্রিয়ার বাইরে থাকছে, কারণ এর শেয়ার মালিকানা নিয়ে মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। গত এক বছরেরও বেশি সময় ধরে এসব ব্যাংকের আর্থিক অবস্থা ধারাবাহিকভাবে খারাপ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, তারল্য সংকট, বিশাল অঙ্কের শ্রেণিকৃত...