আজ বৃহস্পতিবার সবুজবাগ থানা পুলিশ তিশা আক্তার ও ঈশা আক্তারকে গ্রেফতার করে এবং মঙ্গলবার (৭ অক্টোবর) ধানমন্ডি থানা পুলিশ জেসমিনকে গ্রেপ্তার করে। ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত তিশা ও ঈশা গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডি ৬ নম্বর রোডের একটি ফ্ল্যাটে বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ করে এবং কৌশলে উক্ত বাসা হতে তিনটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যান। এ সংক্রান্তে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা রুজু হয়। গ্রেপ্তারকৃতরা গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি ৫ নম্বর রোডের অপর একটি বাসা হতে একই কায়দায় আরও একটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই সংক্রান্তে ধানমন্ডি মডেল থানায় আরও একটি মামলা রুজু হয়। তিশা আক্তার ও ঈশা আক্তার ২৫ সেপ্টেম্বর সবুজবাগ থানা এলাকায় একটি ফ্ল্যাটে একই কায়দায় চুরি করতে গিয়ে আটক...