পূজার ছুটির পর আবারো প্রাণ ফিরে পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ছুটি শেষে গত ৫ অক্টোবর খুলেছে বিশ্ববিদ্যালয়। আবারো জমে উঠছে প্রার্থীদের নির্বাচনী প্রচার। প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে একের পর এক ব্যতিক্রমী ও সৃজনশীল কৌশল। নির্বাচন যেন শুধু ভোটযুদ্ধ নয়, রীতিমতো এক উৎসব। প্রচারে কেউ গাইছেন গান, কেউ সেজেছেন ঐতিহাসিক চরিত্র, আবার কেউ তৈরি করছেন ব্যতিক্রমী ডিজাইনের প্রচারপত্র।আরো পড়ুন:রাকসু নির্বাচন: ১৬ দফা ইশতেহার দিল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদরাকসু: ছাত্রদলের বিরুদ্ধে ভোটারদের অর্থ প্রদানের অভিযোগ শিবিরের রাকসু নির্বাচন: ১৬ দফা ইশতেহার দিল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ রাকসু: ছাত্রদলের বিরুদ্ধে ভোটারদের অর্থ প্রদানের অভিযোগ শিবিরের ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর প্রচারর জন্য বেছে নিয়েছেন প্রজাপ্রতির অনুকরণে ডিজাইন করা লিফলেট। একই প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা...