বাংলাদেশি অ্যাক্টিভিস্ট-ফটোগ্রাফার শহিদুল আলমসহ ফিলিস্তিনমুখী মানবাধিকার কর্মীদের সঙ্গে সংহতি প্রকাশে টাঙ্গাইলে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণসংহতি আন্দোলন জেলার উদ্যোগে সংহতি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ফিলিস্তিনমুখী ফ্রিডম ফ্লোটিলার মানবাধিকার কর্মী, সাংবাদিক ও শান্তিকর্মীদের প্রতি সংহতি জানানো হয় এবং ইসরাইলি জায়নবাদী আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়। সমাবেশে সঞ্চালনা করেন টাঙ্গাইল গণসংহতি আন্দোলন সদর উপজেলার সদস্য সচিব ফারজানা জেসমিন এবং সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন টাঙ্গাইল সদর উপজেলার আহ্বায়ক জননেতা মোফাখখারুল ইসলাম। গণসংহতি আন্দোলন সদর উপজেলার আহ্বায়ক মোফাখখারুল ইসলাম বলেন, ফিলিস্তিনে যে গণহত্যা, দমন ও ভূমি দখলের রাজনীতি চলছে, তা বিশ্ব মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে। শহিদুল আলমসহ যারা ফ্রিডম ফ্লোটিলার অংশ হয়ে ফিলিস্তিনে মানবিক সাহায্য নিয়ে যাচ্ছেন, তারা কেবল সাংবাদিক বা অধিকারকর্মী নন তারা মানবতার দূত। জেলা...