অর্থের ঘাটতির কারণে জাতিসংঘ বিশ্বব্যাপী ৯টি শান্তিরক্ষা অভিযানে প্রায় এক-চতুর্থাংশ সেনা ও পুলিশ সদস্য কমাতে যাচ্ছে। বুধবার জাতিসংঘের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ভবিষ্যৎ অর্থায়ন অনিশ্চিত থাকায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।একজন সিনিয়র জাতিসংঘ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সামগ্রিকভাবে আমাদের মোট শান্তিরক্ষা বাহিনীর প্রায় ২৫ শতাংশ সেনা ও পুলিশ সদস্যকে তাদের সরঞ্জামসহ নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে।এ ছাড়া মিশনগুলোতে কর্মরত বিপুলসংখ্যক বেসামরিক কর্মচারীও এ সিদ্ধান্তের প্রভাবে পড়বেন।’তিনি জানান, এটি প্রায় ১৩ হাজার থেকে ১৪ হাজার সেনা ও পুলিশ সদস্যের সমান। ওয়াশিংটন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের সবচেয়ে বড় অর্থদাতা, যা মোট বাজেটের ২৬ শতাংশের বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে চীন।যার অবদান প্রায় ২৪ শতাংশ। এসব অর্থ প্রদান স্বেচ্ছাসেবী নয়, বরং বাধ্যতামূলক।আরেক কর্মকর্তা জানান, চলতি...