শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির আসন্ন আহ্বায়ক কমিটিতে মো. আব্দুল মান্নানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করার দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে তৃণমূলের নেতা-কর্মীরা। ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কর্মীবৃন্দের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফখরুজ্জামান রায়হান মেম্বার। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মো. আব্দুল মান্নান একজন ত্যাগী, পরীক্ষিত এবং জনবান্ধব রাজনীতিক। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে নিরলসভাবে দলের জন্য কাজ করে আসছেন। তৃণমূলের আস্থাভাজন এই নেতাকে...