দুটি ছোট কক্ষ, সামনে খোলা বারান্দা, মাথার ওপরে টিনের ছাউনি। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন রোগী ও তাদের স্বজনরা। এ যেন রোগীদের জন্য নয়, দুর্ভোগেরই আরেক নাম- কুমিল্লা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালের বহির্বিভাগে মাত্র দুটি কক্ষে বসেন মেডিসিন বিভাগের ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক। একজন চিকিৎসক প্রতিদিন গড়ে ৮০ থেকে ১০০ জন রোগী দেখেন। কিন্তু চিকিৎসকের বসার জায়গা পর্যন্ত নেই, রোগীদের জন্য নেই পর্যাপ্ত চেয়ার বা পর্যবেক্ষণ বেড। এত রোগীর চাপ থাকলেও লোকবল সংকট ও অবকাঠামোগত সমস্যার কারণে রোগী ও তাদের স্বজনদের যেমন সমস্যা হয়, তেমনি চিকিৎসায় মনোযোগ দিতে পারছেন না চিকিৎসকরা। এ নিয়ে রোগী ও তাদের স্বজনদের অভিযোগের শেষ নেই। জানা গেছে, কুমিল্লা জেনালে হাসপাতালটি দেড়শ বছরের পুরোনো হলেও বাড়েনি অবকাঠামোগত উন্নয়ন। তথ্য মোতাবেক ১৮৪৫ সালে...