বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী–২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক (সাবু) বলেছেন, “শত নির্যাতন ও নিপীড়ন সয়েও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনও কারও সঙ্গে আপস করেননি। দেশ ও দেশের মানুষকে ভালোবেসে তিনি এই মাটিতেই দৃঢ়ভাবে অবস্থান করেছেন। তাঁর সেই অটল নেতৃত্বের ফলেই বিএনপি আজ রাষ্ট্রক্ষমতার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।” বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পাংশা সরকারি কলেজ মাঠ চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। সাবেক এমপি নাসিরুল হক সাবু আরও বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারকে নির্যাতনের চরম পর্যায়ে নিয়ে গেছে। তাঁর দুই সন্তান...