দেশের সাড়ে ৪ কোটি ব্যবসায়ীদের স্বার্থে এফবিসিসিআইকে যুগোপযোগী ডিজিটাল রূপান্তর করা এখন সময়ের দাবি। বৈশ্বিক সঙ্কটের এই সময়ে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, এলডিসি উত্তরণ, রপ্তানি ও রেমিটেন্স বাজার শক্তিশালী করার মতো বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে দেশের সামনে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা শুধু সরকারের একার কাজ নয় এক্ষেত্রে বেসরকারি খাতকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ বেসরকারি খাতের প্রতিনিধিরা দেশের অর্থনীতিতে প্রায় ৮০ ভাগ অবদান রাখছেন। এই বাস্তবতায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে দিনদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে বেসরকারি খাতের স্বার্থ রক্ষা, নীতি প্রণয়নে পরামর্শ প্রদান এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে এফবিসিসিআই। ইতোমধ্যে সংগঠনটির ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন সামনে রেখে কেমন এফবিসিসিআই চাই কিংবা...