যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরায়েল ও হামাস গাজায় ‘প্রথম ধাপের’ শান্তি পরিকল্পনায় একমত হয়েছে, যা যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার পথে এক বড় ধরনের পদক্ষেপ। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে হামলা চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করার পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। যুদ্ধে এ পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হজার হাজার মানুষ আহত ও বাস্তুচ্যুত হয়েছে। গাজা প্রায় মাটির সঙ্গে মিশে গেছে। চলমান এই যুদ্ধের দুইবছর দুইদিন পেরিয়ে শান্তি প্রতিষ্ঠার আশা নিয়ে এসেছে ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা, যার প্রথম ধাপে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। ট্রাম্প স্যোশাল মিডিয়ায় লিখেছেন, মিশরে তিন দিনের নিবিড় পরোক্ষো আলোচনার পর “ইসরায়েল এবং হামাস আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সই করেছে।” গাজা...