০৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পিএম ফরিদপুরে ঘরে বসেই মিলছে পদ্মার ইলিশ। প্রকাশ্যেই মা ইলিশ শিকারের মহোৎসব চলছে। শিকারিদের মনে ডর ভয়ও কম। অভিযোগ উঠছে,ফরিদপুর সদর -চরভদ্রাসন,সদরপুর,কামারখালী,ভাঙ্গা উপজেলার পদ্মা,আড়িয়াল খাঁ ও মধুমতি নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে পদ্মা নদীর বিভিন্নস্থানে মা ইলিশ শিকারে চলছে। ফোনে ফোনে যোগাযোগ করে উল্লেখিত, উপজেলার গ্রামগঞ্জের পাকা রাস্তা ও মেঠো পথে কেউ মটরসাইকেল যোগে, কেউ পায়ে হেঁটে, কেউ একটু লুকিয়ে লুকিয়ে কেউ প্রকাশ্যেই মা-ইলিশ পৌঁছে দিচ্ছেন কাঙ্খিত ব্যাক্তির বাড়ীতে। এমন অভিযোগ বিস্তর। অথচ ২২ দিনের নিষেধাজ্ঞার সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ করছেন সরকার। ইলিশ নিধনে আইনশৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগের লোকেরা প্রানপন চেষ্টা করছেন অবৈধ ভাবে যারা ইলিশ ধরছেন তাদের আইনের আওতায় আনতে।...