০৯ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পিএম জনবহুল এলাকায় মুসলিম নারীদের বোরখা পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞার জন্য নতুন বিল আনতে চাইছে ইতালির ক্ষমতাসীন ‘ব্রাদার্স অব ইতালি’ দল। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন এই ডানপন্থী দলের পরিকল্পনা রয়েছে মহিলাদের ক্ষেত্রে বোরখা ও নিকাব নিষিদ্ধ করতে হবে। জানা গিয়েছে বিলটি আইন হিসেবে পাস হলে, দোকান, বিদ্যালয়, অফিসসহ সব ধরনের জনবহুল জায়গায় মুখে ঢেকে রাখার পোশাক নিষিদ্ধ হবে। যারা এই নিয়ম মানবে না তাদের ৩০০ ইউরো থেকে ৩ হাজার ইউরো জরিমানা গুনতে হতে পারে। বিলের অন্যতম প্রণেতা আন্দ্রেয়া দেলমাস্ট্রো জানিয়েছেন, ধর্মীয় স্বাধীনতা পবিত্র, তবে এটি অবশ্যই প্রকাশ্যে, আমাদের সংবিধান এবং ইতালীয় রাষ্ট্রের নীতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে অনুশীলন করতে হবে। আইনটির লক্ষ্য ইতালির সামাজিক ঐক্য ও ধর্মনিরপেক্ষ কাঠামো সংরক্ষণ করা।...