০৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পিএম জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ,পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিব মো. এরফানুল হকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলী করা হয়েছে। একই সঙ্গে খুলনা বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ,পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিব পদে বদলী করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানা গেছে, নানান অনিয়ম, অদক্ষতার কারণে গত ২১ সেপ্টেম্বর চুক্তিতে থাকা সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়। নীতিনির্ধারকদের মধ্যে মতৈক্য না হওয়ায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হওয়া সত্ত্বেও এখনো কোন সচিবকে পদায়ন করা সম্ভব হয়নি। ফলে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসনে নেতিবাচক প্রভাব পড়েছে। মূলত নতুন সচিব...