মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ফিলিস্তিনে ইসরাইলের দুই বছরের গণবিধ্বংসী নির্মম অভিযানে নিহতের সংখ্যা ৬৭ হাজারেরও বেশি, আহত প্রায় ১ লাখ ৭০ হাজার। গাজা জনপদে ধ্বংস হয়েছে ৯২ শতাংশ আবাসিক ভবন, গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ প্রায় সব স্থাপনা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্র সরাসরি ২১ বিলিয়ন ডলার এবং পরোক্ষভাবে মোট ৩১-৩৩ বিলিয়ন ডলার পর্যন্ত সামরিক সহায়তা দিয়েছে ইসরাইল। এই সহায়তা না থাকলে ইসরাইল গাজা, লেবানন, ইয়েমেন ও ইরানে এত ব্যাপক সামরিক অভিযান চালাতে পারত না। বিশ্বের শান্তিপ্রিয় মানুষেরা মনে করে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে এ হত্যাযজ্ঞের পেছনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থনই প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার হামলার দুই বছর পূর্তিতে প্রকাশিত ব্রাউন ইউনিভার্সিটির ‘কস্ট অব ওয়ার...