বরগুনা আদালত প্রাঙ্গণে দূর থেকে আসা বিচারপ্রার্থীদের বিশ্রামের সুবিধার্থে এবং নারী ও শিশুদের জন্য মাতৃদুগ্ধ কর্নারসহ আধুনিক বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই বিশ্রামাগারটির উদ্বোধন করেন। বেলা ১১টার দিকে আয়োজিত এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জে বি এম হাসান বলেন, ন্যায়কুঞ্জ নির্মাণের মাধ্যমে দূর থেকে আসা বিচারপ্রার্থীদের জন্য একটি সুন্দর ও শান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সময় তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একযোগে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিচারপতি বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন কক্ষ ও ভবন ঘুরে দেখেন। তিনি বিচারক, আইনজীবী...