চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য ইশতেহার ঘোষণা করেছে ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেল। এ সময় তারা ১৭ দফা ইশতেহার দেয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের জিএস পদপ্রার্থী মুহাম্মদ ইয়াছিন উদ্দীন সাকিব। সম্মেলনে ভিপি প্রার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন। চাকসু নির্বাচনে জিতলে শিক্ষার্থীদের কাছে প্রত্যেক প্রতিনিধির জবাবদিহি নিশ্চিত করবে বলে জানিয়েছে প্যানেলটি। ইশতেহারগুলো হলো- ১) চাকসু নির্বাচন আমাদের অধিকার। দীর্ঘ আন্দোলনের পর পাওয়া এই নির্বাচনকে নিয়মিত করতে কার্যকরে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে। যে জুলাই আন্দোলনের মাধ্যমে স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি, সে আন্দোলনে চবির শিক্ষার্থী ও আমাদেরই সহপাঠী হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেনসহ প্রতিটি নির্মম হত্যাকাণ্ড ও অপরাধের বিচার আদায়সহ ফ্যাসিবাদবিরোধী জুলাই-চেতনা সর্বদা সমুন্নত রাখা...