পাবনার ফরিদপুর উপজেলায় ১০টি পরিবারকে প্রায় ১৫ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে এক প্রভাবশালী পরিবারের তিন ভাই। অভিযোগ উঠেছে তারা সরকারি রাস্তাকে নিজেদের পৈত্রিক সম্পত্তি দাবি করে বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে রেখেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বনয়ারীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনাহারা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রভাবশালী তিন ভাই— আব্দুল আউয়াল খান, মোতাহার হোসেন ও আব্দুল মতিন সরকারি রাস্তা দখল করে নেন এবং চলাচলের পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। এতে করে গ্রামের অন্তত ১০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। অবরুদ্ধ পরিবারগুলোর সদস্যরা জানান, গত ৩ অক্টোবর ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তারা ন্যায্য বিচার না পেয়ে চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। অবরুদ্ধ পরিবারের সদস্যরা হলেন— মোহাম্মদ কোরবান আলী , সবুজ,...