০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পিএম বাগেরহাটের মোল্লাহাটে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। অভিযুক্ত শিপন মোল্লা একই গ্রামের ইসরাফিল মোল্লার ছেলে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৮:৩০ টায় উপজেলার আস্তাইল গ্রামে ঘটনাটি ঘটে। অভিযোগে ভুক্তভোগীর পরিবার জানায়, তাদের কন্যা(১০) প্রতিদিনের ন্যায় আজও সকাল ৭ টায় পার্শ্ববর্তী ঋতু সরকারের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে সকাল ৮:৩০টায় বাড়ি ফেরার পথে বাড়ির পেছনের রাস্তার বাগানের কাছে পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা শিপন মোল্লা তার হাতে থাকা দেশিয় অস্ত্র (হাসুয়া) দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণের উদ্দেশ্যে তাকে জোরপূর্বক টেনে হিচড়ে বাগানের মধ্যে নিয়ে যায়। এসময় তার ডাক চিৎকার শুনে একই...