নিজের সৌন্দর্যের জন্য নয়, অন্যের হাসির জন্য! এক তরুণী নিজের চুল কেটে দেখালেন অসাধারণ মানবতার দৃষ্টান্ত। পাঁচ বছরের বেশি সময় ধরে যত্ন করে বড় করা৩০ ইঞ্চি লম্বা চুলতিনি দান করেছেন এমন একটি দাতব্য সংস্থায়, যারা ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য পরচুলা (উইগ) তৈরি করে। যখন বেশিরভাগ মানুষ স্টাইল পরিবর্তনের জন্য চুল কাটেন, এই তরুণী তখন নিজের সিদ্ধান্তকে পরিণত করেছেন নিখাদ সহমর্মিতায়। তার এই দান করা চুল দিয়ে তৈরি হবে একাধিক উইগ, যা কেমোথেরাপির কারণে চুল হারানো শিশুদের আত্মবিশ্বাস ও হাসি ফিরিয়ে দেবে। সংস্থাটি জানিয়েছে, তরুণীর দান করা চুল ছিল “সবচেয়ে লম্বা ও স্বাস্থ্যকর” দানের মধ্যে অন্যতম।...