বাউফলে জেলেদের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান হিরণ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমনের বিরুদ্ধে ওই অভিযোগ ওঠে। উপজেলা পিআইও অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় বাউফলের জেলেদের মাঝে মানবিক সহায়তার ২৫ কেজি করে মোট ১৭৭ জনের মধ্যে ৪ হাজার ৪২৫ কেজি চাল বিতরণ করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে মানবিক সহায়তার ঐ চাল বিতরণের কথা থাকলেও তা মানেননি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হাসান (হিরণ) ও প্যানেল চেয়ারম্যান মো. সুমন। প্রত্যেক জেলে সদস্যদের কাছ থেকে ভাড়ার নাম করে ১৭৭ জন থেকে মোট ৮৮৫০ টাকা আদায় করেন বলে অভিযোগ। এছাড়াও অভিযোগ রয়েছে, প্রতি জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়ার নিয়ম থাকলেও জেলেদের মাঝে ২০...