পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে চারজন জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ মোট আটজন আজ সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তাদের এই সফরের আয়োজন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৫টায় তারা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৬১ ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে রওনা হন। যাত্রার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা গেছে, জুলাই ২০২৪-এর ঐতিহাসিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আহত ও দৃষ্টিশক্তি হারানো ছাত্র-জনতার ত্যাগের প্রতি সম্মান জানাতে মোট ২২ জনকে সৌদি আরব প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন ১১ জন দৃষ্টিশক্তি হারানো জুলাই যোদ্ধা ও তাদের সহায়ক ১১ জন সদস্য। এরই অংশ হিসেবে আজ প্রথম ধাপে ৮ জনকে...