অবশেষে অনেক অপেক্ষার পর একটা বলার মতো অর্জন হলো। তুরস্কে দুই পক্ষের তীব্র দেনদরবারের পর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের যে চুক্তি হলো, সেটা গাজায় দুই বছরে গড়ানো যুদ্ধটাকে সমাপ্তির দিকে নিয়ে এসেছে। অন্তত তেমন কিছুর আশা জেগেছে। কিন্তু এমন কিছু যে হবেই, অর্থাৎ যুদ্ধ যে শেষ হবেই, সেটার কোনো নিশ্চয়তা তো নেই! এই চুক্তি যে শেষ পর্যন্ত হলো, তার পেছনে সবচেয়ে বড় প্রভাবক এটাই যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে এই চুক্তিতে হাত লাগিয়েছেন। চুক্তিতে রাজি হতে তিনি শুধু হামাসের ওপরই চাপ দেননি, চাপ দিয়েছেন ইসরায়েলের ওপরও। ‘তিনিই সেই ব্যক্তি যিনি যুদ্ধটার শেষ টেনেছেন’ - এই প্রশংসাপত্র পাওয়ার লোভ যাঁর অনেক বেশি, এবং এভাবে যুদ্ধের শেষ টানার জন্য পুরস্কারও যিনি প্রকাশ্যেই চান, সেই ট্রাম্পের জন্য এই...