আগের ম্যাচেই তার টি-টোয়েন্টি অভিষেক। বলার মত তেমন কিছু করতে পারেননি৷ খুলনা তার উপর ভরসা রেখেছিল। প্রথম কোয়ালিফায়ারে তাকে নিয়েই মাঠে নামে দলটি। সেই ভরসার প্রমাণ দিলেন অভিষেক। ১১ বলে ২৭ রানের ঝড়ো এক ইনিংস খেলে দলকে ফাইনালে নিয়ে গেছেন তিনি৷ তাকে সঙ্গ দিয়ে নাহিদুল ইসলাম ৯ বলে করেন ২১ রান। দুজনের শেষ লড়াইয়ে খুলনা ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে৷আরো পড়ুন:টানা পাঁচ জয়ে প্রথম কোয়ালিফায়ারে খুলনাবৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইয়াসির ঝড়ে কোয়ালিফায়ারে চট্টগ্রাম বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইয়াসির ঝড়ে কোয়ালিফায়ারে চট্টগ্রাম বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম ৬ উইকেটে ১৪৮ রান করে। বৃষ্টি আইনে ৯ ওভার ৭৮ রানের টার্গেট পায় খুলনা। কিন্তু টপ ও মিডল অর্ডারের চরম ব্যাটিং ব্যর্থতায় ৫.১ ওভারে ৩০ রান তুলতে ৬ উইকেট হারায়। খুলনা সেখানে ম্যাচ প্রায় ছেড়েই দিয়েছিল।...