‘টাইফয়েড টিকা নিয়ে ভয়ের কিছু নেই। বিশ্বের ২১টি দেশে বর্তমানে এই টিকা কার্যক্রম চলছে এবং কোথাও কোনো সমস্যা হয়নি।’ ঢাকা জেলার সিভিল সার্জন ডা. জিল্লুর রহমান বলেছেন, টাইফয়েড টিকা নিয়ে ভয়ের কিছু নেই। বিশ্বের ২১টি দেশে বর্তমানে এই টিকা কার্যক্রম চলছে এবং কোথাও কোনো সমস্যা হয়নি। তাই সকল অভিভাকদের তাদরে শিশুদেরকে টিকা কেন্দ্র নিয়ে নিবন্ধনের মাধ্যমে টাকা দেয়ার আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫’ এর মাসব্যাপী ক্যাম্পেইন আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। তিনি বলেছেন, টাইফয়েট টিকা নিলে শিশু-কিশোরদের কোনো সমস্যা হবে না। এমনকি নিবন্ধন ছাড়াও টিকা দেয়ার ব্যবস্থা রয়েছে। যদি কেউ নিবন্ধন নাও করতে পারে টিকার বাইরে থাকবে না। গতকাল বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে টাইফয়েড টিকা বিষয়ে পরামর্শমূলক...