শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। যেখানে সরকারি স্বাস্থ্যনীতি, লাইসেন্স নবায়ন, ক্লিনিক পরিচালনা বিধি, ও জনস্বাস্থ্যের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কে. এম. রাফসান রাব্বি। সভায় ক্লিনিক মালিকদের পাশাপাশি জনপ্রতিনিধি, ঔষধ ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু আবদুল্লাহ খান বলেন, “জনস্বাস্থ্য রক্ষা ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে সরকারি বিধি-নিষেধ মেনে ক্লিনিক পরিচালনা করতে হবে। রোগীর জীবন নিয়ে কোন প্রকার অবহেলা বা বাণিজ্যিক মনোভাব গ্রহণযোগ্য নয়।তিনি...