জামালপুর জেলার ইসলামপুর থানায় সামান্য বৃষ্টি হলেই পানি ঢুকে পড়ে। থানা প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন পুলিশ সদস্য, সেবা নিতে আসা সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা। থানার আশপাশে পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে ডুবে যায়। থানার ভিতরের বিভিন্ন অংশেও পানি ঢুকে পড়ে, ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এতে থানায় আগত সাধারণ জনগণ যেমন বিপাকে পড়েন, তেমনি কর্তব্যরত পুলিশ সদস্যরাও চরম দুর্ভোগে পড়েন। এলাকার বাসিন্দারা জানান, বছরের পর বছর এই সমস্যা চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে থানা এলাকাটি প্রায় জলাবদ্ধ হয়ে যায়। বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পানি থানা প্রাঙ্গণে ঢুকে পড়ে। স্থানীয়দের মধ্যে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের...