রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ। তবে হামলায় প্রধান অভিযুক্ত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা আনিসুর রহমান সোহাগ এখনও গ্রেপ্তার হননি। বর্তমানে তার অবস্থান কোথায় তাও কেউ নিশ্চিত করতে পারছে না। গত ১২ মার্চ মোহাম্মদপুরের লালমাটিয়ার একটি বাসায় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা অবস্থান করছে এমন খবর পেয়ে তাকে ধরতে যায় পুলিশ। পরে তারা তাকে বাসার ভেতর থেকে গ্রেপ্তার করে বাইরে নিয়ে আসছিল। কিন্তু ওই সময় গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। পরে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে চলে যান। এরপর থেকে গোলাম মোস্তফা লাপাত্তা। আর মোস্তফাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ভূমিকা রাখে আনিসুর রহমান সোহাগ। অভিযোগ আছে,...