ম্যাচের শুরুর দিকে হামজা চৌধুরীর গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধের ৪৫ মিনিট পর্যন্ত বেশ ভালোভাবেই সেই লিড ধরে রেখেছিল স্বাগতিকরা।কিন্তু যোগ করার সময়ে গোলটি শোধ করে দিয়েছে হংকং চায়না। ফলে ১-১ সমতা নিয়ে বিরতিতে গেছে দুই দল। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটেই হামজার গোলে এগিয়ে...