আর্থিক সংকটে থাকা ইসলামিক শরিয়াভিত্তিক পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করা হচ্ছে। নতুন ব্যাংকের জন্য দুটি নাম প্রস্তাব করা হয়েছে- একটি হলো ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক, অপর নাম হলো সম্মিলিত ইসলামিক ব্যাংক’। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। যে পাঁচটি ব্যাংককে একীভূত করা হচ্ছে সেগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এ ছাড়া আইসিবি ব্যাংক এ তালিকায় থাকলেও শেয়ার মালিকানা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকার কারণে সেটিকে এ প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। বৈঠকের পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রধান...