কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিয়ে ভেসে আসা মৃত গন্ডারটি কঙ্কাল সংরক্ষণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ বিষয়ে জানান যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা। পোস্টে জুয়েল রানা লিখেছেন, ‘বাংলাদেশ থেকে অনেক বছর আগেই গন্ডার বিলুপ্ত হয়েছে। সামাজিকমাধ্যমে দেখতে পেলাম একটি গন্ডার মৃত অবস্থায় নদীর চরে পড়ে আছে। সাথে সাথে বন বিভাগকে জানাই, আমরা নমুনাটি যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরে সংরক্ষণ করতে চাই। অনুমতি পেয়ে জাদুঘরের টিম নিয়ে রওনা হই কুড়িগ্রাম জেলার ভূরঙ্গামারী থানার তিলাই ইউনিয়নের এক দূর্গম চড়াঞ্চলে। উপজেলায় প্রশাসন, ডিএফও রংপুর প্রতিনিধি, পরিবেশ প্রতিরক্ষা সংস্থা শেরপুর, বগুড়ার সেচ্ছাসেবেক টিম ও স্থানীয় চেয়ারম্যানসহ ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে আমরা শিং বিহীন একটি মৃত অর্ধগলিত গন্ডার নদীর পলি মাটির কাঁদায় দেখতে পাই। চামড়া ভালো না থাকায় নমুনাটি স্টাফিং করার প্রক্রিয়া...