পরিকল্পিত নগরায়নের লক্ষ্য ধরে গঠন করা হচ্ছে রংপুর, ময়মনসিংহ ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ এ সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন করেছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের তথ্য তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগীয় শহরকে কেন্দ্র করে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে পৃথক তিনটি অধ্যাদেশ জারি করা হবে। “এই কর্তৃপক্ষ গঠনের পর বেশ কিছু উন্নয়ন কাজ স্থানীয় প্রশাসন থেকে উন্নয়ন কর্তৃপক্ষের কাছে চলে যাবে। যেমনিভাবে ঢাকার দুই সিটি এলাকায় ভবনের নকশা, জমির শ্রেণি পরিবর্তনসহ বেশ কিছু কাজের ক্ষমতা রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) হাতে।” রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ছাড়াও চট্টগ্রাম, খুলনা, গাজীপুর ও সিলেট উন্নয়ন কর্তপক্ষ রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়...