নির্দেশনার সময় তিনি বলেছিলেন, “এটাই তোমাদের ক্যাম্প অফিস। ঢাকায় যাওয়ার প্রয়োজন নেই। এখান থেকে সমস্যা সমাধান করতে হবে। দায়িত্বে অবহেলা হলে বরখাস্ত করা হবে।” বৃহস্পতিবার বিকালে নাম না বলার শর্তে এক সরকারি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদিন কর্মকর্তাদের কেউ সেখানে উপস্থিত ছিল না এবং বেলা সাড়ে ৩টা পর্যন্ত তিনি অস্থায়ী কার্যালয়টি তালাবদ্ধ দেখেছেন। ২০২০ সালে আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করার কাজ শুরু হয়। ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এ প্রকল্প পরিচালনা করছে। তবে নানা জটিলতার কারণে পাঁচ বছরেও কাজ সম্পন্ন হয়নি। বরং গত বছরের জুলাই অভ্যুত্থানের পর ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখায় মহাসড়কের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ছোট-বড় অসংখ্য গর্তের কারণে ১২ কিলোমিটার সড়ক পাড়ি দিতে সময় লাগে ৪–৬ ঘণ্টা।...