০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫০ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫০ পিএম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে হোয়াইট হাউসে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গত ৭ অক্টোবর প্রায় আড়াই ঘণ্টা ধরে এই বৈঠক চলে। বৈঠকের প্রধান উদ্দেশ্য ছিল বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত মতপার্থক্য দূর করে দুই দেশের মধ্যে একটি নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা চুক্তির ভিত্তি স্থাপন করা। আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী কার্নি যখন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সাফল্যের কথা উল্লেখ করছিলেন, তখন মার্কিন প্রেসিডেন্ট হঠাৎ মন্তব্য করেন, ‘কানাডা এবং যুক্তরাষ্ট্র একীভূত হয়ে যাবে’। তবে, প্রধানমন্ত্রী কার্নি তাঁর এই মন্তব্যকে তেমন গুরুত্ব দেননি। উল্লেখ্য, এটিই প্রথমবার নয়। গত কয়েক মাস ধরে ট্রাম্প একাধিকবার ‘কানাডা দখল কারার’ ইচ্ছা প্রকাশ করেছেন এবং মার্কিন অর্থনৈতিক শক্তি ব্যবহার করে এই...