ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি শুরু হবে বলে জানিয়েছেন ইসরায়েল সরকারের মুখপাত্র শশ বেড্রোসিয়ান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। বেড্রোসিয়ান জানান, ইসরায়েল আজ সকালেই মিশরে চুক্তির চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করেছে। চুক্তিতে বর্ণিত পদক্ষেপগুলো তুলে ধরে তিনি বলেন, ২৪ ঘণ্টার এই সময়কাল শেষ হওয়ার পরে বন্দী ও কয়েদিদের মুক্তির জন্য ৭২ ঘণ্টার সময়সীমা শুরু হবে। তিনি আরও যোগ করেন, ফিলিস্তিনের বিশিষ্ট রাজনৈতিক নেতা মারওয়ান বারঘউতি এই মুক্তির প্রক্রিয়ার অংশ হবেন না। বেড্রোসিয়ান বলেন, বন্দী বিনিময় সম্পূর্ণ হওয়ার পর ইসরায়েলি সেনারা ‘ইয়েলো লাইন’ থেকে সরে যাবে এবং ইসরায়েল গাজার ৫৩ শতাংশের নিয়ন্ত্রণ ও দখল বজায় রাখবে। গাজায় যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে ইসরায়েল ও হামাস...