বর্তমান পরিস্থিতিতে সংসদে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নেই বলে সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বৃহস্পতিবার রাজধানীতে এক সংলাপে এ সুপারিশ করে সংস্থাটি। তবে উচ্চকক্ষ হলে সংসদে জবাবদিহি বাড়বে এবং স্বৈরাচার হবার পথ বন্ধ হবে বলে মত দিয়েছেন বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল। বৃহস্পতিবার, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে, সংসদে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে এই সংলাপের আয়োজন করে সিপিডি। এতে অংশ নেন রাজনীতিবিদ, গবেষকসহ অন্যান্যরা। সংলাপে বর্তমান পরিস্থিতিতে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নেই বলে সুপারিশ করে সিপিডি। তবে উচ্চকক্ষ হলে সংসদে জবাবদিহি বাড়বে এবং নতুন করে স্বৈরাচার হবার পথ বন্ধ হবে বলে মত দেন বিএনপি ও এনসিপি। উচ্চকক্ষের সাথে এমপিদের ক্ষমতা কতটুকু হবে সেটিও ভেবে দেখা দরকার বলে মন্তব্য করেন বিএনপি। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘এতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে এবং...