ঘটনাবহুল ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন ৩ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে, যা কোভিড মহামারীর দুঃসময়ের পর সবচেয়ে কম। এর আগে ২০১৯-২০২০ অর্থবছরে এর চেয়ে কম ৩ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছিল বাংলাদেশ। আর ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয় ৪ দশমিক ২২ শতাংশ। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে চলতি মূল্যে জুন শেষে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ লাখ ৪০ হাজার ৫০ কোটি টাকায়, যা আগের অর্থবছরে একই সময়ে ১৩ লাখ ১৭ হাজার ৭১৭ কোটি টাকা ছিল। গত অর্থবছরের শুরুতেই সরকার পরিবর্তনের দাবিতে উত্তাল ছিল সারাদেশ। অবরোধ, সংঘাত ও ইন্টারনেট বন্ধ রাখার ঘটনায় অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছিল, যার প্রভাব পড়ে অর্থনীনতিতে। যে কারণে অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৯৬...