জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকা আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি এক সপ্তাহের সফরে ভারত পৌঁছেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার ভ্রমণ নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেওয়ায় এই সফর সম্ভব হয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বাহিনীর প্রত্যাহারের পর তালেবান পুনরায় ক্ষমতায় ফেরে। এরপর এটি ভারতে কোনও শীর্ষ তালেবান নেতার প্রথম সফর। এই সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুতাক্কি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করবেন। আঞ্চলিক কূটনীতির এক গুরুত্বপূর্ণ সময়ে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু নয়াদিল্লি কাবুলে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার পদক্ষেপ নিচ্ছে, ইসলামাবাদসহ প্রতিবেশী দেশগুলো তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। দক্ষিণ ব্লকে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতি চললেও ভারতীয় কর্মকর্তাদের সামনে পতাকা নিয়ে একটি কূটনৈতিক সমস্যা তৈরি হয়েছে। কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী, বৈঠকের সময় বা আলোকচিত্র তোলার ক্ষেত্রে অতিথি দেশের পতাকা...