০৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পিএম সিলেটী এক বিমানযাত্রীকে বেঁধে নিয়ে সিলেট পৌঁছায় একটি ফ্লাইট। তিনি মদ্যপ ছিলেন। মনিটর ভেঙে ফেলায় শেষ পর্যন্ত মোটা অংকের জরিমানা গুনতে হয়েছে তাকে। তার নাম শওকত। ঘটনাটি বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালের। সূত্র জানিয়েছে, লন্ডন থেকে সিলেটগামী বিমানের বিজি (বিজি ২০১) ফ্লাইটে ফিরছিলেন শওকত নামের ওই প্রবাসী যুবক। ২৭-নং আসনের এই যাত্রী ছিলেন মদ্যপ। অন্যান্য সহযাত্রীদের সাথে দুর্ব্যবহার শুরু করেন তিনি। গালিগালাজের এক পর্যায়ে মারমুখী আচরণ শুরু করেন বিমানের মধ্যে। তখন বিমানের লোকজন প্রদত্ত দঁড়ি দিয়ে নিজের আসনের সাথে বেঁধে রাখেন তাকে। এরপর থেকে ক্রদের, বিশেষ করে মহিলা ক্র' দের অশ্লিল গালি-গালাজ শুরু করেন তিনি। ক্রমশ বেপরোয়াভাবে তার আচরনে অসহ্য হয়ে উঠেন যাত্রীরা। কিন্তু নিবৃত করা সম্ভব হয়নি তাকে।...