০৯ অক্টোবর ২০২৫, ০৯:০০ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:০০ পিএম ভারত থেকে আসা আকস্মিক পানির তোড়ে ক্ষতবিক্ষত কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন। দুধকুমার ও ব্রহ্মপুত্রের ভাঙ্গনে চোখের নিমেষে ৬৫টি পরিবারের বসতবাড়ি নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। আরও শতাধিক বসতভিটা বিলীনের অপেক্ষায়। ভাঙ্গন কবলিতরা আশ্রয়ের খোঁজে এদিক-সেদিক ছোটাছুটি সহ জনপ্রতিনিধিদের বাড়িতে ধর্ণা দিচ্ছে। যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর জানান, দুধকুমার নদের ভাঙনে ৪৮টি, ব্রহ্মপুত্রের ভাঙ্গনে পার্বতীপুরে ৭টি, ভগবতিপুরে ৩টি এবং গোয়াইলপরী এলাকায় ৭টি—মোট ৬৫টি বসতভিটা নদী ভাঙ্গনের শিকার হয়েছে। ভাঙ্গন কবলিতরা আশ্রয়ের খোঁজে প্রতিদিন বাড়িতে ভীড় করছে। ভাঙন কবলিতদের আশ্রয়ের জন্য কিছুই করতে পারেননি। তবে সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙ্গন কবলিত জনের মধ্যে ৩০ কেজি চাল বিতরণ করেছেন। তিনি আরও জানান, যে ভাবে নদীর ভাঙ্গন চলছে, এভাবে চলতে থাকলে...