কেন বিরল মৃত্তিকা এত গুরুত্বপূর্ণ?বিরল মৃত্তিকা হলো ১৭টি বিশেষ রাসায়নিক মৌলের একটি গ্রুপ। এগুলো ছাড়া উচ্চ প্রযুক্তির যন্ত্র, বিশেষ করে শক্তিশালী চুম্বক তৈরি করা প্রায় অসম্ভব। বৈশ্বিক নিয়ন্ত্রণ: বিশ্বের মোট প্রক্রিয়াজাত করা বিরল ধাতুর ৯০ শতাংশের বেশি চীন একাই উৎপাদন করে। এই বিপুল উৎপাদনের কারণেই প্রযুক্তি শিল্পে চীনের এত গুরুত্ব। নতুন নীতি: নতুন এই নীতির ফলে চীন এখন সিদ্ধান্ত নেবে কোন দেশ বা কোন কোম্পানি এই মূল্যবান খনিজগুলো পাবে। প্রযুক্তির ওপর চীনের কঠোর নিয়ন্ত্রণচীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে বিরল মৃত্তিকা থেকে চুম্বক তৈরির প্রযুক্তি এবং এই খনিজ পুনঃপ্রক্রিয়াকরণ (রিসাইকেল) করার প্রযুক্তি রপ্তানি করতেও বিশেষ লাইসেন্স লাগবে। প্রতিরক্ষা খাত: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চীনের বাইরে কোনো দেশের প্রতিরক্ষা খাতকে এই...