আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ এ কর্মসূচির আয়োজন করে। আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে বিকালে মিছিলটি বের হয়। তিস্তাপাড়ের কয়েক হাজার নারী-পুরুষ এতে অংশ নেন। প্রায় দেড় কিলোমিটার প্রদক্ষিণ শেষে মিছিলটি হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সমাবেশে বলেন, “তিস্তাপাড়ের মানুষ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না হলে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে।” অন্যান্য বক্তারা অভিযোগ করেন,...