২২ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে দেশের বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। আগস্টে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৫ শতাংশে, যা গত জুলাইয়ে ছিল ৬ দশমিক ৫২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৩ সালের পর এটাই সবচেয়ে কম ঋণ প্রবৃদ্ধি। আগস্ট শেষে বেসরকারি খাতে ঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৭ হাজার কোটি টাকা, যা জুলাই মাসের চেয়ে ৫ হাজার কোটি টাকা বেশি। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, ব্যবসায়িক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি,...