এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে লিড নিলো বাংলাদেশ। ম্যাচের মাত্র ১৩ মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী দুর্দান্ত এক ফ্রি-কিক গোল করে স্কোর বোর্ডে বাংলাদেশের নামে প্রথম স্থাপন করেন। হংকং চায়নার খেলোয়াড় হলে হামজা কোথায় খেলতেন এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ কোচ অ্যাশলে ওয়েস্টউড বলেছেন, সম্ভবত বেঞ্চ। কিন্তু ম্যাচের মাঠে তিনি প্রমাণ করলেন তাঁর জায়গা একেবারে মূল দলে। বাঁ প্রান্ত থেকে নেওয়া ফ্রি কিকের বুলেট শট হংকংয়ের গোলরক্ষক ঠেকাতে পারেননি এবং বল জালে গিয়ে পৌঁছেছে। এটি বাংলাদেশের হয়ে হামজার দ্বিতীয় গোল। ২০ মিনিট পর্যন্ত ম্যাচে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে। বাংলাদেশ আজকের ম্যাচে শমিত শোম ও...