বাংলাদেশের ফুটবলের স্বপ্ন সারথী হামজা চৌধুরী। তাকে ‘বাংলাদেশের মেসি’ বলেও ডাকেন কেউ কেউ। তবে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশের আসার পরে হামজা বলেছিলেন, তিনি মেসি নন। কিন্তু হংকংয়ের বিপক্ষে তিনি যে গোলটি করলেন, এরপর বোধহয় ‘বাংলার মেসি’ নামটাই মনে করিয়ে দিলেন। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে আক্রমণের চেষ্টা করছিল বাংলাদেশ। সেই চেষ্টার ফলাফল আসে ১৩ মিনিটেই। বাংলাদেশকে এগিয়ে নেন হামজা। ১৩ মিনিটে বক্সের বাইরে সেটপিস পেয়েছিল বাংলাদেশ। সেই সেটপিস থেকে দৃষ্টি নন্দন গোল করলেন চৌধুরী সাহেব। বক্সের বামপ্রান্ত থেকে বাঁকানো শটে কাপিয়ে দেন হংকংয়ের জাল।...