মাদককারবারি ও চোর সিন্ডিকেটের সদস্যদের হাতে চঞ্চল গাজী নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। ওই সময় তার বাবা-মা, ভাই ও প্রতিপক্ষের তিনজন আহত হন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে যশোর সদরের ডাকাতিয়া গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত চঞ্চল গাজী (৩০) ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে। পুলিশ বলছে, ইজিবাইক চুরি নিয়ে প্রতিপক্ষের পূর্ব থেকেই শত্রুতা ছিল। এ ঘটনায় তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চঞ্চলের বাড়ির সামনে প্রতিপক্ষ রবিউল গাজী (৪৫) একজনের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় বাড়ি থেকে বেরিয়ে চঞ্চলের বাবা মধু গাজী তাকে বাড়ির সামনে মাদক বিক্রি করতে নিষেধ এবং তার ছেলের চুরি যাওয়া ইজিবাইক ফিরিয়ে দিতে বলেন। ওই সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে মধু গাজী রাস্তায় পড়ে যান। তখন পাশে...