ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে ১৩ মিনিটে এগিয়ে গেছে হামজা চৌধুরীর গোলের মাধ্যমে। হংকংয়ের ফাউলের পর ১২ মিনিটে বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী সরাসরি ফ্রি কিক থেকে বল জালে পাঠান। হংকংয়ের গোলরক্ষক চেষ্টা করেও সেই বল আটকাতে পারেননি। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক হামজা সম্পর্কে হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউডকে প্রশ্ন করেন, “হামজা আপনার দলে থাকলে কোথায় খেলতেন?” কোচের উত্তর ছিল অবাক করা, “তিনি লেস্টার সিটির...