জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীকের দাবি মানাতে হবে — নয়তো ধান ও সোনালি আঁশ প্রতীক বাদ দিতে হবে, এমন শর্ত দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেই তিনি এ দাবি জানান। বৈঠকের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। তিনি বলেন, ‘শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না। এর পরেও যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে লড়াই চালিয়ে যাব। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না।’ প্রতীক প্রদানকে আইনি বা রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত মনে করছেন না এনসিপি নেতা। তবে, তিনি দাবি করেন, এখানে “অদৃশ্য শক্তির হাত রয়েছে” এবং নির্বাচন কমিশন কেন...